গত ৯ জানুয়ারি বিকেল থেকে ডেইলি বাংলাদেশের ওয়েবসাইটটি অ্যাক্সেস করতে গেলে বিভিন্ন ত্রুটি বার্তা প্রদর্শিত হচ্ছিলো। কেউ কেউ বলেছেন, এটি কোনো প্রযুক্তিগত সমস্যার কারণে হতে পারে। আবার কেউ ধারণা করছেন, ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
নিউজ পোর্টালটির ফেসবুক পেজও খুঁজে পাওয়া যাচ্ছিলো না। ডেইলি বাংলাদেশের পক্ষ থেকে তখন কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে ৮ জানুয়ারি ‘সমন্বয়কদের তদ্বির বাণিজ্য, এক রাফির হিসাবেই ৩২ কোটি টাকা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে ডেইলি বাংলাদেশ। পরবর্তীতে প্রতিবেদনটির তথ্য ভুল ছিল স্বীকার করে তা প্রত্যাহার করে নেয়। এ নিয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়ে তারা।
আজ হঠাৎ করে ১২৯ দিন বন্ধ থাকার পর পুনরায় সচল হল ডেইলি বাংলাদেশ সাইট । তবে এই বিষয়ে ডেইলি বাংলাদেশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।