কবে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’ জানা গেল

bachler-point

শুরু থেকেই ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে। এর সিজন-৪ শেষ হয় ২০২২ সালে। চতুর্থ সিজনের ২৬ মাস পর আসছে ‘সিজন-৫’।

ঈদুল আজহার দিন থেকে প্রচারে আসছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট সিজন-৫। রবিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্মাতা কাজল আরেফিন অমি।

শুরু থেকেই ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে। এর সিজন-৪ শেষ হয় ২০২২ সালে। চতুর্থ সিজনের ২৬ মাস পর আসছে ‘সিজন-৫’।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাচেলর পয়েন্টের অভিনয়শিল্পী মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন, সানজানা সরকার রিয়া, লালিমাসহ অনেকে।

নির্মাতা অমি বলেন, ‘‘গত ৪ সিজনের চেয়েও এবার বড় পরিসরে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন- ৫’। এবার নাটকটির ১২০টি অ্যাপিসোড থাকবে। ঈদের দিন থেকে বঙ্গতে ৮টি এপিসোড দেখা যাবে। এজন্য বঙ্গ অ্যাপটি মাত্র ৪০ টাকায় সাবসক্রাইব করতে হবে।’’

বুম ফিল্মসের অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং টিভি পর্দায় চ্যানেল আই-তেও দেখা যাবে এবারের সিরিজ।

‘ব্যাচেলর পয়েন্ট’ সর্বপ্রথম প্রচারিত হয় ২০১৮ সালে। এরপর ঝড়ের গতিতে এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights