প্রথম ছবিতেই দর্শকের ভালোবাসায় অভিভূত সাবিলা

সাবিলা

রোববার সন্ধ্যা, স্টার সিনেপ্লেক্স সনি স্কয়ারে ‘তাণ্ডব’ সিনেমার বিশেষ প্রদর্শনী ঘিরে জমে ওঠে তারকাময় পরিবেশ। অতিথিরা একে একে হাজির হন, কলাকুশলীরা হয়ে ওঠেন উৎসবমুখর। লাল পোশাকে সৌন্দর্যের ছটায় জ্বলজ্বল করে উপস্থিত হন সাবিলা নূর, যিনি ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন।

এই প্রথম বাণিজ্যিক ছবিতে কাজ করেছেন সাবিলা, তাও নির্মাতা রায়হান রাফি ও সুপারস্টার শাকিব খানের সঙ্গে। অনুভব প্রকাশ করতে গিয়ে বলেন, “এটা আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। শুটিংয়ের সময় কখনও বুঝতে দেননি আমি নতুন। যে সম্মান আর সহযোগিতা পেয়েছি, তা আজীবন মনে রাখবো।”

তবে আনন্দের মাঝেও চেপে রাখা কষ্ট ছিল। ‘তাণ্ডব’ মুক্তির এক সপ্তাহের মাথায় পাইরেসির শিকার হয়। এই বিষয়ে সাবিলা বলেন, “এই সময়টা আমাদের সিনেমার নবজাগরণের। এমন সময় পাইরেসি শুধু দুঃখজনক না, এটা সাংস্কৃতিক অপরাধ। যারা এটা করে, তারা শিল্পের শত্রু।”

তিনি আরও বলেন, “এই সিনেমা থেকে আমি পেয়েছি ভালোবাসা, শিক্ষা, আত্মবিশ্বাস। ভবিষ্যতে কী হবে জানি না, তবে চেষ্টা করে যাব। সৎ কাজ করবো, ভালো গল্পের সঙ্গে থাকবো। দর্শকের ভালোবাসাই আমার প্রেরণা।”

পরে শাকিব খানও পাইরেসি প্রসঙ্গে বলেন, “সেই জাতি উন্নত যারা সাংস্কৃতিকভাবে এগিয়ে। আমাদের সিনেমা এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই এর পথ রুদ্ধ করার চেষ্টা হচ্ছে। পাইরেসির পরেও দর্শক হলে এসে সিনেমা দেখছেন, এটা এক ধরনের সাংস্কৃতিক প্রতিরোধ।”

সিনেমার প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, মুকিত জাকারিয়া, আজমেরী হক বাঁধন, তমা মির্জা, কনা, চয়নিকা চৌধুরীসহ অনেকেই। এই জমজমাট সন্ধ্যা হয়ে ওঠে সিনেমা ও শিল্পের এক মিলনমেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights