কিউএস র‍্যাংকিংয়ে দেশের ১৫ বিশ্ববিদ্যালয়, নেই শীর্ষ ৫০০ তে

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিশ্বসেরা টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে সারা বিশ্বের প্রায় ১ হাজার ৮০০ বিশ্ববিদ্যালয় রয়েছে। তালিকার শেরা ৫০০’র মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় না থাকলেও দেশের ১৫ বিশ্ববিদ্যালয় এ তালিকায় এতে স্থান পেয়েছে। এবারের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। টানা তৃতীয়বারের মতো বিশ্বসেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬৩৪তম স্থান লাভ করে ঢাবি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৫’ শীর্ষক এ র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়। এবারো বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় হলো কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো। এতে বাংলাদেশের তালিকায় দেখা যায়, ঢাবির পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যার অবস্থান ৬৯।

এছাড়া বাকিদের অবস্থান এক হাজারের বাইরে। তৃতীয় অবস্থানে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, যার অবস্থান ১০৮০ থেকে ১১০০-এর মধ্যে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ১১০১ থেকে ১১২০, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) ১১৪১ থেকে ১১৬০ এর মধ্যে। এরপর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অবস্থান ১৩০১-১৩৫০, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অবস্থান ১৩৫১-১৪০০, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অবস্থান ১৪০১ থেকে ১৪৫০এর মধ্যে। এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, খুলনা বিশ্ববিদ্যালয় (খুনি) এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অবস্থান ১৫০০ এর উপরে। তবে ১৫০০ এর পরে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।

র‍্যাঙ্কিংয়ে এবার তিনটি সূচকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মানদণ্ড নিরূপণ করা হয়েছে। সব সূচক মিলিয়ে মোট স্কোর ১০০। তিন সূচকের যোগফলের গড়ের ভিত্তিতে সামগ্রিক স্কোর নির্ধারিত হয়েছে। সূচকগুলোর মধ্যে পরিবেশগত প্রভাব ৪৫ শতাংশ, সামাজিক প্রভাব ৪৫ শতাংশ এবং শাসনগত প্রভাব ১০ শতাংশ ধরে মান নিরূপণ করা হয়েছে।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় নিয়ে করা র‍্যাংকিং বিষয়ে অন্যতম একটি হলো কিউএস ইউনিভার্সিটি র‍্যাংকিং। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের সঙ্গে যৌথভাবে সেরা বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং প্রকাশ করলেও ২০১০ সালে আলাদা হয়ে যায় কিউএস। ২০০৯ সাল থেকে প্রতি বছর প্রকাশিত কিউএস ইউনিভার্সিটি র‍্যাংকিং এ অঞ্চলের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা নির্ণয় করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights