ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় আছে যেসব সিনেমা

ঈদুল আজহায় মুক্তি প্রতিক্ষিত সিনেমা

পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল ছয়টি সিনেমা। এরমধ্যে বেশিরভাগ ছবিই প্রত্যাশার তুলনায় ভালো ব্যবসা করেছে। তাই আসছে ঈদুল আজহায় ছবি মুক্তির তালিকা যেন বাড়ছেই!

এখন পর্যন্ত ১০টি ছবির নাম এসেছে ঈদুল আজহায় মুক্তির তালিকায়। যদি এতো ছবি সত্যিই মুক্তি পায় তবে কোনটিই আশানুরুপ ব্যবসা করতে পারবে কি না তা নিয়ে সন্দিহান চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

দেখে নিন এখন পর্যন্ত কোন ছবিগুলো আছে ঈদুল আজহায় মুক্তির মিছিলে-

তাণ্ডব

ঈদের অন্যতম আকর্ষণ হিসেবে আসছে শাকিব খান, সাবিলা নূর ও জয়া আহসান অভিনীত ‘তাণ্ডব’। রায়হান রাফী পরিচালিত সিনেমাটির শুটিং এখনো চলছে।

ইনসাফ

ঈদে মুক্তি পেতে যাচ্ছে মোশাররফ করিম, শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ অভিনীত সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’। এর মধ্যেই সিনেমাটির পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টার থেকে অ্যাকশন সিনেমার ইঙ্গিত মিলছে।

নীলচক্র

ঈদে বড়পর্দায় ফিরছেন আরিফিন শুভও। মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’তে তার বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। থ্রিলার ঘরানার এই সিনেমা ‘পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো’ হবে বলে জানিয়েছেন শুভ। এর মধ্যেই ছবিটির টিজার প্রকাশ করা হয়েছে।

এষা মার্ডার

আজমেরী হক বাঁধন অভিনীত সানী সানোয়ারের সিনেমা ‘এশা মার্ডার’-ও আসতে পারে এই ঈদে। এই চলচ্চিত্রে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে বাঁধনকে।

উৎসব

‘পরিবার ছাড়া দেখা নিষেধ’ এমন ব্যতিক্রমী স্লোগান নিয়ে আসছে তানিম নূরের নতুন সিনেমা ‘উৎসব’। এক সিনেমাতেই একসঙ্গে হাজির হবেন জাহিদ হাসান, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান। এমন তারকাবহুল সিনেমা বাংলাদেশে এটাই প্রথম।

পিনিক

ঈদুল আজহায় মুক্তি মিছিলে রয়েছে ‘পিনিক’ সিনেমাটি। এই সিনেমায় বুবলীকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। তার বিপরীতে আছেন আদর আজাদ।

টগর

আদর আজাদের আরেক ছবিও ঈদে আসার জন্য প্রস্তুত। আলোক হাসান পরিচালিত, পূজা চেরীর বিপরীতে ‘টগর’ নামের সেই সিনেমার গান ‘১০০% দেশি’ এরইমধ্যে প্রকাশিত হয়েছে।

সর্দারবাড়ির খেলা

ঈদুল আজহায় মুক্তি যেতে যাওয়া সেই ছবির তালিকায় নতুন করে যোগ হয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত আরেকটি সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। মঞ্চ নাটকের প্রশংসিত নাম অনন জামানের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপে ছবিটি পরিচালনা করেছেন রাখাল সবুজ। এতে বুবলীর বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক জিয়াউল রোশানকে। খবরটি বুবলী নিজেই এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন। তিনি এই ছবিতে তার নিজের একটি লুক পোস্টার প্রকাশের মাধ্যমে জানিয়েছেন, ‘সর্দারবাড়ির খেলা’ সিনেমাটি আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে। ছবির পোস্টারে বুবলীকে ভিন্ন একটি লুকে দেখা যাচ্ছে। যেখানে বুবলীকে এক পোড় খাওয়া নারীর বেশে দেখা যাচ্ছে। তার চোখে করুণ চাহুনী, এলোমেলো চুল আর কপালে চিন্তার ভাজ। এরইমধ্যে ভক্তরা বুবলীর এই লুকটি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন। তারা নতুন কিছু দেখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

আলী

সর্বশেষ জানা গেছে ঈদে মুক্তির মিছিলে আছে ‘আলী’ নামের একটি ছবি। অভিনেতা ইরফান সাজ্জাদ এই ছবিতে নিজের লুকের পোস্টার শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে তার চোখে ক্রোধ, মুখে ক্ষতচিহ্ণ। ‘আলী’ সিনেমাটি নির্মাণ করেছেন বিপ্লব হায়দার। পূর্ণদৈর্ঘ্য ‘আলী’র মূল অভিনেতা ইরফান সাজ্জাদ কথাই বলতে পারেন না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights