উড়োজাহাজ দুর্ঘটনা: নিহতদের প্রতি পরিবারকে ১ কোটি রুপি দেবে টাটা গ্রুপ

টাটা গ্রুপ আরও জানিয়েছে, বি জে মেডিকেল কলেজের যে হোস্টেল ভবনে বিমানটি বিধ্বস্ত হয়েছিল, সেটি পুনর্গঠনে সহায়তা করবে তারা।
ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত প্রতিটি পরিবারের জন্য ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে টাটা গ্রুপ। পাশাপাশি আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ও বহন করবে তারা।

লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১ আহমেদাবাদের মেগানিনগরের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। উড়োজাহাজে থাকা ২৪২ জন আরোহীর মধ্যে ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনায় একজন বাদে সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, “এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এর মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। প্রিয়জন হারানো পরিবারগুলোর পাশে থাকতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নিহত প্রত্যেকের পরিবারকে আমরা ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দেব। পাশাপাশি আহতদের চিকিৎসার পূর্ণ খরচও টাটা গ্রুপ বহন করবে।”

এয়ার ইন্ডিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ৬১ জন ছিলেন বিদেশি নাগরিক।

চন্দ্রশেখরনের ভাষায়, “আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রয়োজনীয় সব সহায়তা পায়।”

টাটা গ্রুপ আরও জানিয়েছে, বি জে মেডিকেল কলেজের যে হোস্টেল ভবনে বিমানটি বিধ্বস্ত হয়েছিল, সেটি পুনর্গঠনে সহায়তা করবে তারা। ঘটনার সময় অনেক ছাত্র ওই হোস্টেলে দুপুরের খাবার খাচ্ছিলেন।

পোস্টটিতে আরও উল্লেখ করা হয়েছে, “এই অকল্পনীয় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় কমিউনিটির পাশে থাকতে আমরা অঙ্গীকারবদ্ধ। হোস্টেল পুনর্গঠনের কাজেও আমরা অংশ নেব।”

এদিকে, এফএআইএমএ ডক্টরস অ্যাসোসিয়েশন জানিয়েছে, এক আবাসিক ডাক্তারের স্ত্রী নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও চার-পাঁচজন এমবিবিএস শিক্ষার্থী এবং আবাসিক ডাক্তারদের কয়েকজন আত্মীয়। নিবিড় পরিচর্যায় আছেন অন্তত দুই থেকে তিনজন শিক্ষার্থী। তবে হাসপাতালে ভর্তি ৫০ জন শিক্ষার্থীর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights