চোখের নিচের কালো দাগ দূর করবে পুদিনার তেল

চোখের নিচের কালো দাগ

চোখের নিচে কালো দাগের আনাগোনা সৌন্দর্যকে অনেকটাই মলিন করে দেয়। বিশেষজ্ঞরা বলছেন, চোখের নিচের কালো ও ফোলাভাব মূলত মানসিক চাপ ও অবসাদের একটি অন্যতম লক্ষণ। চোখের নিচে কালো দাগ ও ফোলাভাবে সহজেই ক্লান্তি ধরা পড়ে। সেই সঙ্গে বয়সের তুলনামূলক বয়স্কও দেখায় অনেক। কর্মব্যস্ত জীবনে ঠিক করে শরীরের যত্ন নেয়া হয় না। তা ছাড়া ঠিক মতো ঘুমও হয় না।

ঘুমের ঘাটতি, হরমোনের তারতম্য, বয়সজনিত সমস্যাও হতে পারে চোখের নিচে কালি পড়ার কারণ। চোখের কালি তুলতে রোজের কিছু অভ্যাস বদলানো জরুরি। পুদিনার তেল ব্যবহারে চোখের কালি উঠে যেতে পারে। কীভাবে ব্যবহার করবেন?

১. এক চামচ নারকেল তেলে ৪-৫ ফোঁটা পুদিনার তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ ঘুমোনোর আগে চোখের নিচে লাগিয়ে রেখে দিন সারা রাত। সকালে ধুয়ে নিন।

২. আঙুলে কয়েক ফোঁটা পুদিনার তেল নিয়ে চোখের নিচে ভালো করে মালিশ করতে পারেন। এতে রক্ত সঞ্চালন বাড়বে।

৩. যে ফেস মাস্ক ব্যবহার করেন, তাতে কয়েক ফোঁটা পুদিনার তেল মিশিয়ে নিন। এবার চোখের নিচে লাগিয়ে রাখুন ১০-১৫ মিনিট। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দু-বার ব্যবহার করলেই কালো ছোপ উঠে যাবে।

৪. চোখের নিচে ফোলা ভাব থাকলে পুদিনার তেল খুবই কার্যকরী হতে পারে। শসার কয়েকটি টুকরা গোল গোল করে কেটে সেগুলো চোখের উপরে রেখে দিন। তার উপর ১৫-২০ মিনিট অপেক্ষা করে চোখ ধুয়ে ফেলুন। এতে চোখের আরামও হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights