ঢাকা দক্ষিণের ৯ স্থানে বসছে অস্থায়ী পশুর হাট

ফাইল ফটো

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) ৯টি অস্থায়ী পশুর হাট বসবে। সেগুলো হলো- উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গায়, পোস্তগোলা শশ্মানঘাটের পশ্চিম পাশের নদীর পাড়ে খালি জায়গায়, রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গায়, হাজারীবাগে ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের পূর্ব পাশের খালি জায়গায়, আমুলিয়া আলীগড় মডেল কলেজের উত্তর পাশের খালি জায়গায়, সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পাশের খালি জায়গায়, কমলাপুর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার সংলগ্ন খালি জায়গায়, শ্যামপুর-কদমতলী ট্রাকস্টান্ড সংলগ্ন খালি জায়গায় ও মেরাদিয়া বাজারের পূর্ব পাশের খালপাড়ের খালি জায়গায়।

ডিএসসিসির সম্পত্তি বিভাগের সংশ্লিষ্টরা জানান, এবার আফতাবনগর ও মেরাদিয়াসহ মোট ১১টি স্থানে অস্থায়ী হাটের দরপত্র আহ্বান করেছিল ডিএসসিসি। পরে আইনগত জটিলতা থাকায় আফতাবনগর ও মেরাদিয়া হাটের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এর মধ্যে, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গা, পোস্তগোলা শশ্মানঘাটের পশ্চিম পাশের নদীর পাড়ে খালি জায়গা, রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গা, হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের পূর্ব পাশের খালি জায়গা, আমুলিয়া আলীগড় মডেল কলেজের উত্তর পাশের খালি জায়গার হাটে সর্বোচ্চ দরদাতা পেয়েছে ডিএসসিসি।

এছাড়া, সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পাশের খালি জায়গা, কমলাপুর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার সংলগ্ন খালি জায়গা, শ্যামপুর-কদমতলী ট্রাকস্টান্ড সংলগ্ন খালি জায়গা, মেরাদিয়া বাজারের পূর্ব পাশের খালপাড়ের খালি জায়গায় সরকারি মূল্যের চেয়ে কম দর পায় ডিএসসিসি।

কিন্তু, বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথকে কেন্দ্র করে ১৪ দিন ধরে নগর ভবন তালাবদ্ধ। আন্দোলনের কারণে সর্বোচ্চ দর পাওয়া হাটগুলোর ইজারাদারকে কার্যাদেশ ও বাকি হাটগুলোকে পুনঃদরপত্র আহ্বান করতে পারছে না ডিএসসিসি।

এ বিসয়ে ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা হাসিবা খান বলেন, ‘‘যেসব হাটের ইজারায় সর্বোচ্চ দরদাতা পাওয়া গেছে, আন্দোলনের কারণে তাদেরও কার্যাদেশ দেওয়া সম্ভব হয়নি। আবার বাকি চারটি হাটের বিষয়ে এখনো কর্পোরেশন কোনো সিদ্ধান্ত নিতে পারেনি।’’

ইজারা সম্পন্ন করতে না পারলে কীভাবে পশুর হাট বসানো হবে? এমন প্রশ্নের জবাবে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, ‘‘এরই মধ্যে আমরা পাঁচটি হাটের ইজারা সম্পন্ন করেছি। বাকি চারটি হাটের ইজারা বাকি। ঈদের আগে সেগুলোর ইজারা শেষ করতে পারব বলে আশা করি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights